ক্যান্টনমেন্ট বোর্ডের দায়িত্বপূর্ণ অভ্যান্তরীন বর্জ্যব্যবস্থাপনা এ দপ্তরের কঞ্জারভেন্সী শাখা দ্বারা পরিচালিত হয়ে থাকে। সাধারন কঞ্জারভেন্সীর আওতায় বোর্ডের আওতাধীন রোড,বাজার, বাগান এর পরিষ্কার পরিচ্ছন্নতা গার্ডেনিং,মশা ও হিংস্র প্রানী নিধন এবং সৌন্দর্যবর্ধন ইত্যাদি করে থাকে।
আর্মি কঞ্জারভেন্সী সার্ভিস হিসেবে ক্যান্টনমেন্ট বোর্ড আর্মি নিন্ত্রনাধীন এরিয়ার বর্জ্য অপসারনকল্পে আর্মি কঞ্জারভেন্সী জনবলের সহযোগিতা নিয়ে থাকে এবং বোর্ড (লজিষ্টিক) সার্পোট দিয়ে থাকে।
বিমান বাহিনী কঞ্জারভেন্সী সার্ভিসঃ প্রতিবছর চুক্তি মোতাবেক এ দপ্তর বাবিবা ঘাঁটি মতিউর রহমান যশোরকে কঞ্জারভেন্সী সার্ভিস প্রদান করে থাকে। এ সার্ভিসের আওতায় ক্যান্টনমেন্ট বোর্ডের জনবল ও লজিষ্টিক সাপোর্ট দিয়ে বাবিবা ঘাটি মতিউর রহমান যশোর এর গারবেজ কালেকশন ও ডিসপোজাল করে থাকে।
বোর্ডের সীমিত Resource দিয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে আরো গতিশীল বা যুগোপযোগী করতে ক্যান্টনমেন্ট বোর্ড (Waste Management Plan) করেছে। তার ধারিবাহিকতায় বোর্ডের তিনটি ট্রাক ও দুইটি পাওয়ার টিলার ট্রলী এবং দুটি ভ্যান দ্বারা সিডিউল অনুযায়ী দৈনিন্দিন কার্য পরিচালনা করছে।