১৯৩৯-৪৫ খ্রিঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মিত্র বাহিনী কর্তৃক বর্তমান যশোর সেনানিবাসে সামরিক ক্যাম্প বা “বাশবাড়িয়া ক্যাম্প” স্থাপন করে পরবর্তীতে পাকিস্তান সরকার ২৪/১০/১৯৫৮ খ্রিঃ তারিখে ক্যাম্পটিকে যশোর সেনানিবাস হিসেবে ঘোষণা করে এবং ১৯৭১ সাল পূর্ব পর্যন্ত এখানে ১০৭ বিগ্রেড হেড কোয়ার্টার ছিল। আর এর মাধ্যমেই স্থাপিত হয় ক্যান্টনমেন্ট বোর্ড যশোর।
ক্যান্টনমেন্ট আইন ২০১৮ এর ধারা ১৭(১) অনুযায়ী সরকার সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা প্রত্যেক ক্যান্টনমেন্ট এর জন্য একটি বোর্ড গঠন করতে পারিবে; এবং প্রত্যেক ক্যান্টনমেন্ট বোর্ড এর জন্য একজন একজিকিউটিভ অফিসার থাকবেন। এবং ধারা (২) মোতাবেক বোর্ড সংশ্লিষ্ট স্টেশন কমান্ডার বোর্ডের সভাপতি এবং এরিয়া কমান্ডার, এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।